বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

লাল সবুজ লাল

সবুজ মানে ভালোবাসা, মাঝে সূর্যদয়ের লাল
আমার হৃদয়ে আঁকা এ ছবি-
অমলিন চিরকাল, উজ্জ্বল চিরকাল ।
লাল সবুজ, লাল । লাল সবুজ লাল ।।

সবুজে ঘেরা আমার এ দেশে-
লাল সূর্য ওঠে হেসে,
এদেশের মাটি, এদেশের মানুষ-
যাই আমি ভালোবেসে ।
জন্ম আমার এ দেশের বুকে-
স্বাধীন সুখের দিনকাল ।।
লাল সবুজ, লাল । লাল সবুজ, লাল ।।

ভালোবাসা আমার একটি দেশ
সোনার মানুষে ভরা বাংলাদেশ,
তারই ভালোবাসায় উঠেছি বেড়ে-
এখানেই চাই আমার দেহাবশেষ ।
ভালোবেসে এ দেশেরই বুকে
থাকতে চাই মিশে চিরকাল ।।
লাল সবুজ, লাল । লাল সবুজ লাল ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন