বাঁকা নয়নে,
পুরুষও তাকাতে জানে- 
প্রেমে কিংবা দ্রোহে ।
প্রেমে নির্মল ভঙ্গিমা- জীবনানন্দ!
দ্রোহে বীরত্ব ভঙ্গিমা- নজরুল!
দুই কবিরূপে,
পরিস্থিতি বিবেচনায়-
পুরুষও তাকাতে জানে,
তাকাতে হয়-
অন্যথায় হয়না কোনপ্রকার ভালোবাসার জয়!!!