সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

ফড়িং নেতা

ফুড়ুৎ ফুড়ুৎ ফড়িং ওড়ে রাজনৈতিক ময়দানে,
আদর্শ ভেসে যায়- স্বার্থ স্রোতের কলতানে!!
মিষ্টি মধুর কথা বলে, একবার বসে এই ডালে, 
না মিললে ব্যক্তি স্বার্থ- উড়াল দেয় ঐ ডালে ।
ডালে ডালে ছলে চলে- নিত্য নতুন বাসাতলে,
আদর্শ চুলোয় যাক- যাক না সব রসাতলে!
ফড়িং নেতার রূপ ধরে, ফুড়ুৎ ফুড়ুৎ ডাল বদল- 
চলছে ভীষণ সবখানে, জনতা শুধু খায় ধকল!
অভাগা জনতা জনম জনম-চেয়ে থাকে কার পানে, 
সময় কাটে বৃথা তাদের আর্দশিক নেতার সন্ধানে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন