রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

সমতান

সমতানে-
ক্রম উন্নতি আনে ।
জমিনে লাঙলের ফলার উচু নিচু চাষে মই দিয়ে সমতল করতে হয়-
কৃষক জানে ।
তারপর বীজ বপন । সবুজায়ন । সোনালী ফলন । অন্যথায় নয়-
নায্যতার চাষেও বৈষম্যে মই দিতে হয়-
অথচ, এ কথাটি নাগরিক না বোঝে, না মানে!
সুশাসন তাই বারবার "সু" উপসর্গ হারায়-
সমতানের অভাবে ।
থেকে যায় আইনের ফাঁক-ফোঁকর অথবা মারপ্যাচে-
শোষণের বাসনা জোঁকের স্বভাবে ।
সমতান বাঁজাও, তোমার মনের সারগামে, আইনের শাসনে-
সবাই মিলে মহাধুমধামে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন