সমতল মাঠে- উঠুক জমে
রাজনৈতিক দলগুলোর
সুস্থ লড়াই ।
বিশ্বের বুকে,
আমরাও করতে চাই-
সত্যিকার গণতন্ত্রের বড়াই ।
জনরায়ে-
ক্ষমতার পালা বদল
শান্তিপূর্ণ হোক ।
সংসদেই চলুক-
নাগরিক অধিকারের গান,
নায্যতার শ্লোক ।
রাজনৈতিক দলগুলোর
সুস্থ লড়াই ।
বিশ্বের বুকে,
আমরাও করতে চাই-
সত্যিকার গণতন্ত্রের বড়াই ।
জনরায়ে-
ক্ষমতার পালা বদল
শান্তিপূর্ণ হোক ।
সংসদেই চলুক-
নাগরিক অধিকারের গান,
নায্যতার শ্লোক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন