রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

কবিতার ইশতেহার

আসছে দিনে কবিতারও কিছু চাওয়া আছে-
কেননা, যদি সাহিত্য বাঁচে, সংস্কৃতি বাঁচে- তবে সমাজ, রাষ্ট্রও বাঁচে!
তাই আসছে দিনে- 
কবিতারও কিছু চাওয়া আছেঃ

কবিতাকে চলতে দিতে হবে আপন গতিতে-
কন্ঠস্বর আটকে দেয়া যাবেনা তার, কোন মতে ।
"কবিতা মাহফিলে" কোন প্রকার বাধা যাবে না দেয়া-
বাধা প্রাপ্ত যেন না হয় জনতা- যাদের ইচ্ছে কবিতার স্বাদ নেয়া ।
কবিতার স্রষ্টাদের নিরপত্তা করতে হবে নিশ্চিত-
তবেই শক্ত হবে সমাজে মুক্তচিন্তার ভিত ।
একটি "জাতীয় কবি ভবন" আছে চাওয়া-
কেননা আড্ডার মাঝেই নব নব সৃষ্টি হয় পাওয়া ।
জাতীয় অধ্যাপকদের মত দেশের প্রথিতযশা কবিদের করতে হবে সম্মান-
সুকুমার বৃত্তির বিকাশে এটি হবে দারুন উৎসাহ প্রদান ।
যেসব কবিগন চাকরি করে করেন জীবিকা অর্জন-
কর্মক্ষেত্রে তাদেরকে হয়রানি করতে হবে বর্জন ।
পুজিবাদ, পেশি শক্তি, ইত্যাদির কাছে হেরে যায় কবিরা- পারে না করতে নির্বাচন,
ইতিহাস বলে,অতীতে রাজসভায় কবি থাকতেন, ধারাবাহিকতায় তার সংসদেও চাই শতকরা একভাগ আসন সংরক্ষণ ।

কবিতার জন্য এই চাওয়াগুলো সবাই মেনে নাও-
কবিতার মত সুন্দর হোক দেশ, শুদ্ধতার নির্বিঘ্ন চাষ কবিদের করতে দাও ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন