বিজয় ফুল
- সাকিব জামাল
আয় বন্ধু খুশি মনে-
ইশকুলেতে যাই,
ইশকুলেতে গিয়ে মোরা
'বিজয় ফুল' বানাই।
ইশকুলেতে যাই,
ইশকুলেতে গিয়ে মোরা
'বিজয় ফুল' বানাই।
বিজয় ফুলের মানে-
এসো, তুমি আমি জানি,
ছয় পাঁপড়ি মানে ছয় দফা,
মাঝে- উজ্জ্বল ৭ মার্চ খানি।
এসো, তুমি আমি জানি,
ছয় পাঁপড়ি মানে ছয় দফা,
মাঝে- উজ্জ্বল ৭ মার্চ খানি।
'বিজয় ফুল' পরি বুকে-
মুক্তিযুদ্ধের চেতনায়,
বঙ্গবন্ধুর সোনার বাংলা-
গড়ে তোলার বাসনায়।
মুক্তিযুদ্ধের চেতনায়,
বঙ্গবন্ধুর সোনার বাংলা-
গড়ে তোলার বাসনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন