দিনের বেলায় সাধু আমরা-
সবাইকে বকি চোর,
অপেক্ষায় থাকি কখন হবে-
রাতের আঁধার ঘোর!
সবাইকে বকি চোর,
অপেক্ষায় থাকি কখন হবে-
রাতের আঁধার ঘোর!
সুযোগ বুঝে মেরে দেই-
আমরা অন্যের অধিকার,
সভা কথায় রটিয়ে বেড়াই-
ফাঁকা বুলি মানবতার!
আমরা অন্যের অধিকার,
সভা কথায় রটিয়ে বেড়াই-
ফাঁকা বুলি মানবতার!
এভাবেই চলছি সবাই-
লুকিয়ে নিজেদের রূপ,
এটিই হলো নৈতিকতার
মহা ভয়ঙ্কর তসরূপ!
লুকিয়ে নিজেদের রূপ,
এটিই হলো নৈতিকতার
মহা ভয়ঙ্কর তসরূপ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন