রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

সময় যখন একলা চলার

কার পানে চায় চোখ, কোন মনে রাখে আপন মন ?
সময় যখন একলা চলারঃ পার্থক্যহীন দিন-রাত-ক্ষণ!
ঘুরছে ঘড়ি, ঘুরছে মানুষ, ঘুরছে গোলক-
সম্পর্ক বদলে যায়, বদলে যায় প্রেমের শ্লোক!
বাঁচবো না তোমায় ছাড়া, ছাড়বো না তোমায় কোন কালে-
চলে না এসব কথা, ভুলছে সবাই- ভুল প্রেমের ভুল চালে!
এই আত্মকেন্দ্রিক সভ্যতায় বহতা সময় যখন একলা চলার-
কেউ থাকেনা আশেপাশে মুখোমুখি বসে দুটো মনের কথা বলার!
বনলতা কিংবা লাবণ্য... কেউ থাকেনা...
কেউ না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন