বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

জাগো বাঙালি জাগো

জাগো বাঙালি জাগো
সময় নেইতো আর,
আদায় করো তুমি-
তোমার অধিকার ।।

ঘুমিয়ে থেকো না আর
চলছে বড় দু:সময়,
জাগিয়ে তোলো সবাইকে-
ছিনিয়ে আনো সুসময় ।
ছাড় দেবার সময়- 
নেই যে বাকি আর।।

মিস্টি কথায় অধিকার মেলেনা-
সংগ্রাম করতে হয়,
মানুষের কল্যানেই মানুষ-
আনো মানবতার জয় ।
হুংকার ছাড়ো- শোষকের নয়, 
এই বাংলা কেবলই জনতার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন