বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

কতদিন বিকেল দেখি না!

কতদিন বিকেল দেখি না! ভালোবাসার বিকেল । পারিবারিক বিকেল । বন্ধুতার বিকেল । 
কতদিন বিকেল দেখি না! পড়ন্ত বিকেল । নিস্তেজ সূর্যের মিস্টি আলোর বিকেল । গোধুলি রাঙা আধো আধো আলোর রঙিন বিকেল । 
কতদিন বিকেল দেখি না! সবুজ ঘাসের বিকেল । নদীর পাড়ের বিকেল । বনের পাখির গানের বিকেল ।

সূর্য ওঠা মাত্র ম্যারাথন দৌড়ে ঘুম ভাঙে । তাড়িৎবেগে সকালকর্ম সকল সম্পাদন সফল করে- পাবলিক বাসে সিট দখল যুদ্ধ শেষে বীরের বেশে ক্লান্ত হয়ে অফিসে প্রবেশ ।
এ নিয়ম ভাঙি না ! ভাঙলে পেটে ক্ষুদার্ত নেকড়ে ডাকবে । পরিবার আফ্রিকায় যাবে এই দেশে বসেই ! তাই যথাযথ এই কর্ম- বেশ ।
দিন শেষে রাতে ফিরি । এভাবেই । তাড়াহুড়ো করেও ঐ রাত দশটায় বা পরে!
সবাই ঘুমে তখন ঘরে । 
সন্তান-বাবা মুখোমুখি বন্ধ । বউটি জেগে থাকে বিরক্তিরভাবে । আবার কখনো অপেক্ষার স্বভাব সুলভে । অথবা থাকতে হয় বাধ্য হয়ে- সে ই মূলত সংসার করে ।
কতদিন বিকেল দেখি না!  এই দুজনে এক সাথে- ফের! 
ছুটির দিনগুলোতে বিকেল দেখা হয়- মহা কর্মযজ্ঞে । সে বিকেলে প্রেম নেই, বন্ধন নেই হৃদয়ের ।

কতদিন বিকেল দেখি না! প্রেমের বিকেল । পরিবারের সাথে অথবা বন্ধুদের সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে অথবা একাকী!

কতদিন বিকেল দেখি না!

উৎসর্গঃ কবি সাজ্জাদ খানকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন