মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

জোছনাগ্রাস

ভেবেছিলাম তোমায়: হিম হিম পৌষালী চাঁদের মতন !
প্রেমাবেগে মন হয়েছিলো উষ্ণপ্রবণ !
ভালোবাসতে শুরু করলাম । ভাবলাম- জীবন পাবে যুগ্মসুখ ।
ভাবলাম, রাতের সময় সে কম নয়- থাকবে বহতা, এখনো উঠতে দেরি সূর্যময়ূখ ।
স্বপ্নভঙ্গ । জোর্তিবিদ বললেন- আর ক্ষাণিকক্ষণ !
শুরু হলো- অনাকাঙ্ক্ষিত চন্দ্রগ্রহণ !
জোছনাগ্রাস । বিরহ আঁধারে বাস । তারপর...

আর কোনদিন দেখা হয়নি পূর্ণজোছনাসমেত তোমাকে ফের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন