ফুলের কলি সৌরভ ছাড়ায় না !
তাকে পরিস্ফুটিত হতে হয়, পূর্ণতা দানে-
এই পৃথিবী বাগানে ভালোবাসার জয়গানে ।
ভালোবাসা ছাড়া পৃথিবী বাঁচে না !
ফুল না ফুটলে- পৃথিবী শ্মশান,
অনুজ প্রজন্মহীন- পৃথিবী বিরান !
এ সবই জানে পুরুষ । জানে, নারী ছাড়া পুরুষ জন্ম নেয় না !
কলিফুলে ভ্রমর বসেনা ! পুরুষ ছাড়া নারী সাজে না !
তাকে পরিস্ফুটিত হতে হয়, পূর্ণতা দানে-
এই পৃথিবী বাগানে ভালোবাসার জয়গানে ।
ভালোবাসা ছাড়া পৃথিবী বাঁচে না !
ফুল না ফুটলে- পৃথিবী শ্মশান,
অনুজ প্রজন্মহীন- পৃথিবী বিরান !
এ সবই জানে পুরুষ । জানে, নারী ছাড়া পুরুষ জন্ম নেয় না !
কলিফুলে ভ্রমর বসেনা ! পুরুষ ছাড়া নারী সাজে না !
সবই যদি জানো পুরুষ, সবই যদি জানো নারী-
ঋতুস্রাবঃ ঘৃণার কি ?
পারস্পরিক সহযোগিতায়-
কলিকে ফুটতে দাও- স্বতঃস্ফুর্ততায় ।
প্রাকৃতিক নিয়মে লজ্জার কিছু নাই ।
এ বিশেষ সময়ে "অচ্ছুত" শব্দটি অভিধান থেকে মুছতে চাই ।
ঋতুস্রাবঃ ঘৃণার কি ?
পারস্পরিক সহযোগিতায়-
কলিকে ফুটতে দাও- স্বতঃস্ফুর্ততায় ।
প্রাকৃতিক নিয়মে লজ্জার কিছু নাই ।
এ বিশেষ সময়ে "অচ্ছুত" শব্দটি অভিধান থেকে মুছতে চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন