বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

পরের ধনে পোদ্দারি

একদা বড়লোক হলেন গুরু- 
জনগনের দানের টাকায়!
পরক্ষণে শিষ্যদের বলেন, 
"আমি তোদের রাখি, খাওয়াই, পড়াই- ভীষণ সস্তায়!"
কথায় কাজে এমন খোটা- 
মনে হাসির খোরাক জোগায়!
অতীত ভোলা মহাশয়গন- না বুঝে,  
উল্টো ফাঁকা বুলি ছড়ায়!
পরের ধনে পোদ্দারি করা- উচিৎ সাজে না,
জনগন কিন্তু সবই বোঝে- চকলেট চোষে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন