মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

হৃদয়কথার শব্দবিজ্ঞান

অভিমান, বিরহ কিংবা নির্লিপ্ততায়,
কিছু হৃদয়কথার কম্পাংক কমে যায়-
বিশ হার্জের কম !
শোনে না সে শোনে না-
কথা ছিলো যার এসব কথা শোনার !
আবার,
ক্ষোভ, বিচ্ছিন্নতা কিংবা নির্মমতায়,
কিছু হৃদয়কথার কম্পাংক বেড়ে যায়-
বিশ হাজার হার্জের বেশি !
শোনে না সে শোনে না-
কথা ছিলো যার এসব কথা শোনার !
হৃদয়কথার কম্পাংক-
বোঝার সহজ সরল অংকঃ
ভালোবাসা ।
পারস্পরিক ভালোবাসা ।
তবেই শ্রবণসীমার মাঝে থাকে-
হৃদয়ের সব কথা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন