সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

রহস্য চন্দ্রবিন্দু

চন্দ্রবিন্দু আগেই টিপ পড়ে ছিলো । আমি আর পড়াবো কোথায়?
চন্দ্রবিন্দু আগেই মুখ হেসে ছিলো । আমি আর হাসাবো কোথায়?
জানতাম না- সে রহস্য তার । বুঝতাম মনে মনে- হয়তো আছে শুণ্য মন ।
জানতাম না- দেবতারা আছে অনেক দেবীর পেছনে পুজায়রত সারাক্ষণ ।
সময় হলো যখন আমার পুজোর । চন্দ্রবিন্দু তখন সাজনো পূর্ণ প্রেমে ।
আমার চেস্টায় সরন হলো না, পদার্থবিজ্ঞান মতে- কাজ শুণ্যে থাকলো থেমে ।

বুঝলাম অবশেষে, এটিই চিরন্তন-
মনে যখন জাগে প্রেম বলতে হয় তখন, 
কালক্ষেপণে বৃথাই হয় সকল আয়োজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন