মাঝে মাঝে বোবাদেরও গান গাইতে ইচ্ছে হয়-
কেউ শুনুক অথবা না শুনুক,
কেই বুঝুক অথবা না বুঝুক,
ওটা ব্যাপার নয়!
আপনমনে সুর ধরে-
দু:খে, কষ্টে, ক্ষোভে কিংবা দ্রোহে ।
নিজের অথবা পরের তরে-
অধিকারের গান করে সব উপেক্ষা সহে ।
কবি বলে, এসব দুর্বোধ্য গান-
যে বোঝার চেস্টা করে তার দেহেই কেবল মানুষের প্রাণ ।
কেউ শুনুক অথবা না শুনুক,
কেই বুঝুক অথবা না বুঝুক,
ওটা ব্যাপার নয়!
আপনমনে সুর ধরে-
দু:খে, কষ্টে, ক্ষোভে কিংবা দ্রোহে ।
নিজের অথবা পরের তরে-
অধিকারের গান করে সব উপেক্ষা সহে ।
কবি বলে, এসব দুর্বোধ্য গান-
যে বোঝার চেস্টা করে তার দেহেই কেবল মানুষের প্রাণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন