হায়েনারা কখনো আয়না দেখে না !
রূপান্তর চোখে পড়ে না তাই!
ধর্ষণের চেস্টা অব্যহত থাকে; আর-
অন্ধকার: আইয়্যামে জাহেলিয়াত থেকে কৃষ্ণগহ্বর পৃথিবী পর্যন্ত- থাকে, হয়তো থাকবে!
উল্টো বিবর্তনে মানুষ কখনো কখনো পশু হয়- জীববিজ্ঞানের নিয়ম ভেঙে!
তাই নানারকম যৌনাস্ত্রের ব্যবহার চলে নানা ভাবে, যেমন-
নারীর সম্ভ্রম কেড়ে নেয়ার- ধর্ষণ চলে !
গরীবকে আরও গরীব রাখার- ধর্ষণ চলে !
অধিকারহারাদের আরও বঞ্চিত করার- ধর্ষণ চলে !
অসমতা জিইয়ে রাখার কৌশলী- ধর্ষণ চলে !
কারণ অন্ধকার উপযুক্ত সময় ধর্ষকদের !
সময়ের অগ্রগামী তীরের সাথে আলো ছুড়ে দেবার কেউ নাই-
দুঃখজনক- এমন সভ্যতার বিকাশ !
রূপান্তর চোখে পড়ে না তাই!
ধর্ষণের চেস্টা অব্যহত থাকে; আর-
অন্ধকার: আইয়্যামে জাহেলিয়াত থেকে কৃষ্ণগহ্বর পৃথিবী পর্যন্ত- থাকে, হয়তো থাকবে!
উল্টো বিবর্তনে মানুষ কখনো কখনো পশু হয়- জীববিজ্ঞানের নিয়ম ভেঙে!
তাই নানারকম যৌনাস্ত্রের ব্যবহার চলে নানা ভাবে, যেমন-
নারীর সম্ভ্রম কেড়ে নেয়ার- ধর্ষণ চলে !
গরীবকে আরও গরীব রাখার- ধর্ষণ চলে !
অধিকারহারাদের আরও বঞ্চিত করার- ধর্ষণ চলে !
অসমতা জিইয়ে রাখার কৌশলী- ধর্ষণ চলে !
কারণ অন্ধকার উপযুক্ত সময় ধর্ষকদের !
সময়ের অগ্রগামী তীরের সাথে আলো ছুড়ে দেবার কেউ নাই-
দুঃখজনক- এমন সভ্যতার বিকাশ !
মুক্তি চাই । আলো চাই ।
এখনই, এসো তুমি-আমি করি অন্তরে মানবতার পূর্ণ প্রকাশ ।
বলো- আমিই মশাল । আলো ছড়াই ।
অন্ধকারের গতিপথ রুখে দাড়াই ।
এখনই, এসো তুমি-আমি করি অন্তরে মানবতার পূর্ণ প্রকাশ ।
বলো- আমিই মশাল । আলো ছড়াই ।
অন্ধকারের গতিপথ রুখে দাড়াই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন