অনেক যতনে সিন্ধুকে ভরে রাখাছিলো- 
শিশু থেকে বেড়ে ওঠা একলা একলা কিশোরমন  !
যৌবনেমন পাখির মতন উড়ে ঘুরে খুজে নিলো-
বিশ্বাসে আস্থাপনে যুগল সঙ্গী প্রেমে পূর্ণ ষোলকলা আয়োজন ! 
অবাক হবার কিছু নেই- দিন যায়  প্রিয়জন রূপ পাল্টায় ! 
বেঁচে থাকলেই নাকি সবাই বদলায় !
জানতাম এসব । জানতাম, অনেক মানুষ দুমুখো সাপ !
তবুও নূন্যতম বিশ্বাস হারাইনি । মানুষে বিশ্বাস হারানো পাপ !
হঠাৎ সব বিশ্বাস ভেঙে অধিকার বঞ্চনা হলো শুরু, 
টের পাই মনে দহন, উত্তাপ, রক্তক্ষরণ লঘু থেকে দিন দিন হয় গুরু-
নিত্য বেড়ে চলে ভালোবাসায় গড়া মনের সেতু ভাঙার ধারা, 
একদিন হয় সারা -
ফিরে আসে ফের একলা থাকার ক্ষণ ! 
অবশেষে ছুরিকাহত মন !!!