মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

অন্যরকম রাধিকার কুঞ্জবনে

গভীর নিশিতে আমন্ত্রণ । রাধিকার কুঞ্জবনে । যেতেই হবে- না করার উপায় নেই আজ !
শর্ত দিয়েছে: খালি পায়ে পদব্রজের । চাঁদর জড়িয়ে । পাঞ্জাবী-পাজামা, কাঁধে ঝুলানো ব্যাগ সমেত । 
পুরোই কবি সুরাত কাম্য তার । 
আমারতো থাকাই যাবেনা, সেও নাকি পাপড়ির ভাজে- লুকিয়েছে লাজ!
রওনা হলাম । শিরোধার্য নির্দেশ পালনে । রাত নির্জন অথচ অশান্ত মন । 
গোপনে ফুলের কাছে যেতে সব ভ্রমরের পরাণ করে দুরু দুরু । আমারও!
শীতে উষ্ণতার প্রয়োজন । উপেক্ষা তাই বাধা বিপত্তি- কামনা সাহসী ভ্রমণ ।
মেঠো পথে দূর্বাঘাসে পা ভেজে । পিছলে যায় । কুকুর শিয়ালের ডাক ভয় জাগায় !
তবুও চলছি ....
রাধিকা দুয়ার খুলে রেখেছিলো । কুশল শেষে, জিজ্ঞেস করলো- কবি, প্রেম কি ?
বললাম আমি- তুমি ‍!
উচ্চস্বরে হেসে খিলখিল রাধিকা । এমন শ্লেষাত্মক হাসি আমি আর দেখিনি আগে !
আমি বিব্রত বটে । অপ্রস্তুত ছিলাম- এমন হবে আজ রাত । হায়রে বরাত !
রাধিকা বুঝে ফেলে, হাত ধরে এক হাতে, আরেক হাত কবিব্যাগে, খুজে খুজে বের করে- কলম ।
বলে- এটিই প্রেম । এটিই ধারক সভ্যতার । সুন্দর করে গড়ে মানব জনম ।
অন্যরকম রাধিকার কপালে আমি চুমু খাই !
পাছে ভয় ভুলে- প্রেম কি বুঝে যাই !
কলমের প্রেমে নতুন কবিতার জন্মদানে- আসলেই পৃথিবীতে আসে ভোর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন