শীত এলো- ফেটে চৌচির হলো ঠোট ।
ছাপ চায়, চায় স্পর্শে স্পর্শ প্রেমের ভোট!
শীতার্ত ঠোট । আমার একলা একলা ঠোট ।
শুষ্কতায় ক্লান্ত তারা, আছে ভীষণ অভাবে উষ্ণতার!
সমতল নেই, এবড়ো থেবড়ো মাঠ অনুপযুক্ত খেলার!
চায় সিক্ততায়- হোক ভালোবাসার জোট ।
শীতার্ত ঠোট । আমার একলা একলা ঠোট ।
ছাপ চায়, চায় স্পর্শে স্পর্শ প্রেমের ভোট!
শীতার্ত ঠোট । আমার একলা একলা ঠোট ।
শুষ্কতায় ক্লান্ত তারা, আছে ভীষণ অভাবে উষ্ণতার!
সমতল নেই, এবড়ো থেবড়ো মাঠ অনুপযুক্ত খেলার!
চায় সিক্ততায়- হোক ভালোবাসার জোট ।
শীতার্ত ঠোট । আমার একলা একলা ঠোট ।
তোমার ঠোটের চুমু- আমার ঠোটের ভেসলিন ।
শীতার্ত ঠোটে- বসন্তের দিন!
শীতার্ত ঠোটে- বসন্তের দিন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন