রবিবার, ৭ জুলাই, ২০১৩

শিউলী

শিউলী ‍কি জানে
রাতের শেষে
ঝরে পড়তে হবে তাকে
‍শিশিরস্নাত ঘাসে ।

তবুও ‍সে ফোটে
যদি কোন পথিক
নেয় তব তুলে
তাকে ভালোবেসে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন