বন্ধু
কেমন আছো ?
আছি তো মনে
নাকি বাস্তবতার ফেরে পড়ে
গেছি ভেসে
অচেনা স্রোতে ।
বন্ধু
তোমার-আমার দেখা
প্রয়োজন মেটাতে
শুধু চলার পথে
নাকি ছিল কিছুটা
মনের রথে ।
বন্ধু
বুঝি, ব্যস্ত আছো ।
আজ যে দুরত্ব
তা হয়তো কোন প্রয়োজনে ।
যেখানে যখন যেভাবে থাক
ভালো থেকো-
অসম্ভব রকম বেশী
অথবা যতটুকু থাকা যায় ।
বন্ধু
আজকে রাখি তবে
বিদায় ।
----------------
উৎসর্গ: আমার সব বন্ধুদের ।
কেমন আছো ?
আছি তো মনে
নাকি বাস্তবতার ফেরে পড়ে
গেছি ভেসে
অচেনা স্রোতে ।
বন্ধু
তোমার-আমার দেখা
প্রয়োজন মেটাতে
শুধু চলার পথে
নাকি ছিল কিছুটা
মনের রথে ।
বন্ধু
বুঝি, ব্যস্ত আছো ।
আজ যে দুরত্ব
তা হয়তো কোন প্রয়োজনে ।
যেখানে যখন যেভাবে থাক
ভালো থেকো-
অসম্ভব রকম বেশী
অথবা যতটুকু থাকা যায় ।
বন্ধু
আজকে রাখি তবে
বিদায় ।
----------------
উৎসর্গ: আমার সব বন্ধুদের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন