তুমি বিহনে বাঁচিবনা আজ
জীবনে আসিবে তুমি হীনে সাঁঝ
তুমি বিহনে মোর অনন্ত ভালোবাসা
অকাল প্রায়াত জগতের মাঝ ।
খুলে দাও হে প্রিয়া তুমি
ভালোবাসার সে গহীন ভুমি
তোমার বাহুডোরে বেঁধে মোর
স্থান দাও হে তোমার হৃদয়ের মাঝ ।
জীবনে আসিবে তুমি হীনে সাঁঝ
তুমি বিহনে মোর অনন্ত ভালোবাসা
অকাল প্রায়াত জগতের মাঝ ।
খুলে দাও হে প্রিয়া তুমি
ভালোবাসার সে গহীন ভুমি
তোমার বাহুডোরে বেঁধে মোর
স্থান দাও হে তোমার হৃদয়ের মাঝ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন