বলো যদি ভাই- কি করে সুখ পাই
শোন তবে- তোমারে সুখের পথ জানাই ।
রাখো হৃদয় ঘৃণা মুক্ত, উৎকন্ঠা মুক্ত মন
সাদাসিধে বেঁচে থাকো, গড় সরল জীবন ।
চাও খুবই কম, দিতে যদি পার দাও তবে বেশী
ভালোবাসায় পূর্ণ করো হৃদয়, ছড়াও সূর্যের মত হাসি ।
নিজেকে ভুলে এখন পরকে ভাব আপনজন
এটাই সুখের পথ- বলেন গুণীজন ।
শোন তবে- তোমারে সুখের পথ জানাই ।
রাখো হৃদয় ঘৃণা মুক্ত, উৎকন্ঠা মুক্ত মন
সাদাসিধে বেঁচে থাকো, গড় সরল জীবন ।
চাও খুবই কম, দিতে যদি পার দাও তবে বেশী
ভালোবাসায় পূর্ণ করো হৃদয়, ছড়াও সূর্যের মত হাসি ।
নিজেকে ভুলে এখন পরকে ভাব আপনজন
এটাই সুখের পথ- বলেন গুণীজন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন