মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

দু দন্ড শান্তি দিবে

পৃথিবীর রুঢ়তা, বাস্তবতা যখন আকঁড়ে ধরে
কবিতা লেখার খাতার কথা আর মনে পড়েনা ।
দ্রুত দ্রুত নিশ্বাস নিয়ে বলি
আমাকে দু দন্ড শান্তি দিবে কেউ
আমার আহ্বান শোনে না কেউ, দেয় না কেউ সাড়া
সবাই ব্যস্ত অর্থণীতি, রাজনীতি নিয়ে
কত শত কথা, কত চেষ্টা, কামান দিয়ে শান্তি আনবার
কিন্তু আমার মনে হয় এ যেন সময় নেই কারও-মানুষ নিয়ে ভাববার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন