রবিবার, ৭ জুলাই, ২০১৩

প্রশ্নোত্তর

বারবার প্রশ্ন করো
তোমায় ভালোবাসি কতো ?
নানা মূখরোচক উপমা দিতে পারি আমি
তবে ফাঁকা বুলি আওরাতে চাইনা
শুধু এতটুকু বলি
তুমি আমার উপর আস্থা রাখতে পারো ।

শব্দটা রাজনৈতিক মনে হলো ?
হতেই পারে !
তবে ‍জেনো আমার প্রেম ধ্রুব সত্য
অবিশ্বাসের ছিটে‍ফোটাও নাই
কেবল তোমাকে ভালোবাসি
কেবল তোমাকে ভালোবাসতে চাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন