বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

‍হেঁইও রে হেঁইও

হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার মা ।
কোন শকুন যেন
তার সন্তানের প্রিয়
কোরআন পুড়িয়েছে
মন্দির ভেঙেছে
মাথা গোঁজার ঠাই
বসত কেড়েছে
তাই ডাক পেড়েছে-
হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার মা ।
কোন শকুন যেন
তার সন্তানের লাল সবুজ
পরিচয় পুড়িয়েছে
স্মৃতির মিনার ভেঙেছে
স্বাধীনতা সার্বভৌমত্বে
আঘাত করেছে
তাই ডাক পেড়েছে-
হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার মা ।
কোন শকুন যেন
তার সন্তানের অমূল্য
সম্ভ্রম কেড়েছে
জীবন নিয়েছে
বেঁচে থাকার অবলম্বন
ছিনিয়েছে
তাই ডাক পেড়েছে-
হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার মা ।
কোন শকুন যেন
তার সন্তানের মৌলিক
অধিকার কেড়েছে
স্বপ্ন ভে‍ঙেছে
দুর্নীতি করে নায্যতা থেকে
বঞ্চিত করেছে
তাই ডাক পেড়েছে-
হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার মা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন