নিস্তব্দ শরতের রাতে
আকাশে দেখেছিলাম চাঁদ
অপূর্ব আর সাদা মেঘগুলোকে
মনে হয়েছিল অনেক দিনের না দেখা প্রিয়তার জন্যে
আকুলে ছুটে চলা অশান্ত-অতৃপ্ত আত্মা
যে নাহি মানে কোন বাধ ।
হলো মনে
চাঁদের কানে ফিস ফিস কি বলে
খানিকটা পুজো করে আবার গেল ছুটে
অনন্তের পানে ।
আর আমি পড়লাম ধ্যানে
কোন এক দেবীর
মনে মনে প্রলাপ কেটে বললাম
কোথায় তুমি ? এসো
পুজো করব তোমার
মেঘ গুলোর মত ।
হয়তো ওদের মত
আমি ধবল নই-আমাতে হয়তো কালিমাও আছে
তবুও বলি
মেয়ে, তুমি চাঁদ হও
আমায় দাও ক্ষণিকের তরে
পুজো করবার তোমায় ।
অকৃত্রিম ভালোবেসে
তারপর যাব চলে
মহাকালের পথ ধরে
অনন্ত সম্মূখে ।
আকাশে দেখেছিলাম চাঁদ
অপূর্ব আর সাদা মেঘগুলোকে
মনে হয়েছিল অনেক দিনের না দেখা প্রিয়তার জন্যে
আকুলে ছুটে চলা অশান্ত-অতৃপ্ত আত্মা
যে নাহি মানে কোন বাধ ।
হলো মনে
চাঁদের কানে ফিস ফিস কি বলে
খানিকটা পুজো করে আবার গেল ছুটে
অনন্তের পানে ।
আর আমি পড়লাম ধ্যানে
কোন এক দেবীর
মনে মনে প্রলাপ কেটে বললাম
কোথায় তুমি ? এসো
পুজো করব তোমার
মেঘ গুলোর মত ।
হয়তো ওদের মত
আমি ধবল নই-আমাতে হয়তো কালিমাও আছে
তবুও বলি
মেয়ে, তুমি চাঁদ হও
আমায় দাও ক্ষণিকের তরে
পুজো করবার তোমায় ।
অকৃত্রিম ভালোবেসে
তারপর যাব চলে
মহাকালের পথ ধরে
অনন্ত সম্মূখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন