রবিবার, ৭ জুলাই, ২০১৩

ভালোবাসার বদ্বীপ

আমার ভালোবাসার নদীতে
তুমি জমিয়ে তোল বদ্বীপ
প্রতিদিন আমি স্পর্শ করে যাব তোমায়
আমার প্রেমের স্রোতধারায় ।
তোমার নগ্ন দে‍হে আমি চুমু খাব
স্পর্শ করব সুডৌল চুড়া
তোমার উষ্ণতায় মেঘ হয়ে আবার বৃষ্টি হবো
তোমাকে আবার পাবার প্রত্যাশায় ।
আমি ঢেউ খেলে যাব তোমাতে
চুম্বনে চুম্বনে সিক্ত করব তোমায়
একটু একটু করে জমে উঠুক ভালোবাসার বদ্বীপ
আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন