রবিবার, ৭ জুলাই, ২০১৩

লজ্জায় মূখ লুকাতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি...

ও‍ রে কাপুরুষ
অনাকঙিখত ‍যৌনতায় নয়
নারীর হৃদয় জয় হয় ভালোবাসায় ।

তবে কেন পশুত্ত্বের কাছে হার মানিস
হিংস্র জানোয়ারের মত নারীর দেহে ঝাঁপিয়ে পড়িস।

ও রে কাপুরুষ শোন-
সুপুরুষ কখনো ইভ টিজিং করে না
সুপুরুষ নারীর দেহে এ‍সিড ছোড়ে না
সুপুরুষ কখনো ধর্ষণ করে না
সে ভালোবেসে জয় করে নারীর মণ ।
অনাকাঙিখত ‍যৌনতায় আর নয় মৌনতা
নারীর প্র‍তি সহিংসতায় ব‍সে থাকা নয়
ধর্ষণকারীর গজর্নে চুপ হয়ে যাবার নই আর
লজ্জায় মূখ লুকাতে আসিনি আজ
আকাশ বাতাস কাঁপিয়ে দিন আওয়াজ
পৃথিবীর সব প্রমাণিত ধর্ষণকারীর ফাঁসি চাই ।

আপনি সুপুরুষ ?
তবে বলুন-
" ধর্ষণকারীর ফাঁসি চাই "
" ধর্ষণকারীর ফাঁসি চাই "
" ধর্ষণকারীর ফাঁসি চাই "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন