রবিবার, ৭ জুলাই, ২০১৩

নিশিকাব্য

নিশি
এক নির্লজ্জ কিশোরী
সন্ধ্যা থেকে ‍‍সেজে
নব বধুর মত
দঁাডি়য়ে একাকী
পথ পাশে
খুজে বেড়ায় 
অচেনা অজানা পথিক
‍ক্ষণিকের বন্ধু
শত সহস্র ভোমর !
পার্থিব কিছু চাওয়া
সর্ব্বোচ্চ বিসর্জন
নিরস দেহদান
সমূহ সমর্পন ।
অকৃত্রিম ভালোবাসার
জন্মদাত্রী যে নারী
সে আজ কৃত্রিম
নিরস নিথর
স্রেফ জীবিকার্জন
রচে নৈতিকতার কবর ।
কে , কী দায়ী
শুধুই দারিদ্র্য !
আ‍মি নির্লজ্জ বলেছি
কথাটি কি ঠিক ?
অন্যদের মত
তারও লজ্জা ছিল
প্রেম ছিল
মায়া মমতা সবই
অন্যদের মত তারও
বাঁচার অধিকার ছিল
তবে ... ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন