রবিবার, ৭ জুলাই, ২০১৩

তোমাকে ভালোবাসি


আকাশ পাতাল

পার্থক্য বুঝিনা
তোমাকে ভালোবাসি
অন্য কিছু খুঁজিনা ।
তোমার কাছে চাই সুখ
দাও যদি দাও দুখ
তবুও মোর কাছে প্রিয়
তোমার চাঁদমাখা ঐ মুখ ।
তোমার ভালোবাসার সিন্ধু সেঁচে
অমৃতহীনে যদি পাই বিষ
তবুও তোমাকে ভালোবাসি
তোমাকে শুভাশিষ ।
তোমাকে হীনে, ভালোবাসা বিনে
চাইনা কিছু আর
যায় যাবে সব যাক তবে
ফিরে আসব আমি বারবার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন