দুষ্ট মনে ইচ্ছে করে-
কোকিল হয়ে বনে বনে উড়ি
কুহু কুহু সুরে ডেকে,
গাছে গাছে প্রাণ খূলে ঘুরি ।
শুনবে সব বন্ধু আজ-
আমার গান ভীষণ খুশি মনে
তাইতো মোর মন ছুটেছে
ফুলে রাঙা বসন্ত বনে ।
মন আজ বাধা ভুলে-
গড়েছে প্রকৃতির সাথে মিতালী,
তাই আমি স্বাধীন সুরে-
গাইছি আজ বাধনহারা গীতালি!
কোকিল হয়ে বনে বনে উড়ি
কুহু কুহু সুরে ডেকে,
গাছে গাছে প্রাণ খূলে ঘুরি ।
শুনবে সব বন্ধু আজ-
আমার গান ভীষণ খুশি মনে
তাইতো মোর মন ছুটেছে
ফুলে রাঙা বসন্ত বনে ।
মন আজ বাধা ভুলে-
গড়েছে প্রকৃতির সাথে মিতালী,
তাই আমি স্বাধীন সুরে-
গাইছি আজ বাধনহারা গীতালি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন