বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

প্রেমের সমাপ্তি

বেশতো ! তেমন দিলে ! যেমন দেয়- আকাশ ভরা ঐ মেঘমালা গর্জন !
বিরহের ভয় ? হি, হি ! শুনি - কি এমন হবে আমায় ছেড়ে, তোমার অর্জন !

গর্জনে- অর্জন নাই ! 
ভালোবাসায়- সব পাই !!

প্রেম-বিরহের ভাসানে - ডুবে মরতে রাজি নাই !
আমি ডুবে মরতে রাজি নাই ! সত্যি রাজি নাই ।
ভাঙ্গা-গড়ার নীতিকে স্বাভাবিকই ভাবি ।
প্রকৃতিতে এর কত্তো, কত্তো উদাহরণ দেখি দিবানিশি !

তুমি যেমন চাও - হোক তেমন! হোক তোমার-আমার প্রেমের সমাপ্তি !
বিরহে ভয় পাইনা - নিশ্চিত করে বলছি, জীবনটি কাটিয়ে দিতে পারবো দিব্যি একাকী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন