মেঘলার এলোমেলো কালো কেশে ঢেকে গেছে আকাশ,
দুরন্তপনামাখা শৃংখলাহীন নানামূখী বাতাস,
এ বুঝি-
অনাকাঙ্ক্ষিত ঝড়ের পূর্বাভাস!
দুরন্তপনামাখা শৃংখলাহীন নানামূখী বাতাস,
এ বুঝি-
অনাকাঙ্ক্ষিত ঝড়ের পূর্বাভাস!
দুয়ারে গালে হাত বসা কৃষক,
ভাবে, ধান পেকেছে, ধান কেটেছি, আরও কতো কাজ বাকি!
একটু দরকার আরো কয়েকটি রোদেলা দিন!
বহু বেড়েছে ফসল চাষে ঋন !
ভাবে, ধান পেকেছে, ধান কেটেছি, আরও কতো কাজ বাকি!
একটু দরকার আরো কয়েকটি রোদেলা দিন!
বহু বেড়েছে ফসল চাষে ঋন !
হে খোদা রহম করো,
ঝড়-বৃষ্টিকে বলে দাও- বর্ষা মৌসুমে সে আসুক ।
তোমার দয়ায় বাঁচি- বৈশাখে দাও সোনালী দিন ।
তোমার শুকরিয়া, "ফসল তোলার সময়টুকু হোক রোদেলা রঙিন ।"
ঝড়-বৃষ্টিকে বলে দাও- বর্ষা মৌসুমে সে আসুক ।
তোমার দয়ায় বাঁচি- বৈশাখে দাও সোনালী দিন ।
তোমার শুকরিয়া, "ফসল তোলার সময়টুকু হোক রোদেলা রঙিন ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন