তুমি, যেহেতু করেই দিলে পর-
আকাশে মেঘতো করবেই, দুঃস্বপ্নের বিজলী খেলা সেও চলবেই-
ঘূর্ণিঘোর আসবেই- বিচ্ছেদী ঝড়!

পর থেকে হয়তো-
হবো আরও পর ।
মেঘে মেঘে বাজবে ঘর্ষণ গান,
"তুমি-আমি"অবসান! সব কিছুই অবসান!
স্মৃতি ভুলে যাবার বৃষ্টির জলস্রোতে ভেসে-
হয়তো লুকাবো দুজনে- দুজনের ভিন্নতার দেশে!

তারপর ...
আবহাওয়া অফিস অন্য পূর্বাভাস দিবে ।

তোমার আকাশে- 
মেঘ কেটে রোদের ঝলকানি হাসবে, 
অথবা জোসনা ভাসবে ।
কেউ এসে আঁচলে লুকাবে নতুন, 
তাঁকে তুমি ভালোবেসে ছাঁয়া দিবে ।
হয়তো, দু, একটি নতুন কুঁড়িও খেলা করবে তোমার পাশে পাশে ।
হবে তোমার সুখে বাস ।

"তুমি-আমি" সম্পর্কের শেষমেষ এমনই হলো-বিরহ পূর্বাভাস!