কর্ম সমান তো-মজুরি সমান,
চলতে পারেনা-লিঙ্গ ব্যবধান!
চলতে পারেনা-লিঙ্গ ব্যবধান!
সময় সমান তো-মজুরিও সমান,
চলতে পারেনা-লিঙ্গ ব্যবধান ।
চলতে পারেনা-লিঙ্গ ব্যবধান ।
ঘাম নারীরও ঝরে,ঘাম পুরুষেরও ঝরে,
মজুরিও আসতে হবে- সমান সমান দুজনের তরে!
মজুরিও আসতে হবে- সমান সমান দুজনের তরে!
কষ্ট দুজনের দেহই সমান পায়- ক্ষুধার যাতনাও সমান,
প্রয়োজন বোঝেনা লিঙ্গভেদ- চলতে পারে তবে কি করে বিভেদ ?
প্রয়োজন বোঝেনা লিঙ্গভেদ- চলতে পারে তবে কি করে বিভেদ ?
আমি নারীবাদী নই- বুঝি সমান সমান ।
আমি পুরুষবাদীও নই- বুঝি সমান সমান ।
আমি পুরুষবাদীও নই- বুঝি সমান সমান ।
সমতার গান সর্বত্র বাজুক,
সমান সমান অধিকারে পৃথিবী সাজুক ।।
সমান সমান অধিকারে পৃথিবী সাজুক ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন