কৈশরে কিশোরীমন চঞ্চল বনে বাদারে-
পাঁকা আম কাঠালের মৌ মৌ সৌরভে- জৈষ্ঠ্যের দুপুরে ভাতঘুম হয়না!
বিকেল একটু গড়াতেই চলতো আম গাছ, কাঠাল গাছ গবেষণা –
ফল পেঁকেছে বা দেরী কতো পরিনতিতে!
দুলাভাইয়ের বাড়ি বেড়াতে যাবে আম,কাঠাল সঙ্গী-
রসের মাসে বেয়াই সাব রসের কথা কবে-
অপেক্ষা আর সয়না কিশোরীমনে !
কিশোরীর, জৈষ্ঠের দুপুরে ভাতঘুম হয়না !
পাঁকা আম কাঠালের মৌ মৌ সৌরভে- জৈষ্ঠ্যের দুপুরে ভাতঘুম হয়না!
বিকেল একটু গড়াতেই চলতো আম গাছ, কাঠাল গাছ গবেষণা –
ফল পেঁকেছে বা দেরী কতো পরিনতিতে!
দুলাভাইয়ের বাড়ি বেড়াতে যাবে আম,কাঠাল সঙ্গী-
রসের মাসে বেয়াই সাব রসের কথা কবে-
অপেক্ষা আর সয়না কিশোরীমনে !
কিশোরীর, জৈষ্ঠের দুপুরে ভাতঘুম হয়না !
এ কেমন জৈষ্ঠ্যের আয়োজন-
বুঝি, পুকুরে ঢিল ছোড়া জলের মতন কিশোরীমনের নাচন !
“আসসালামু আলাইকুম বিয়াইন সাব” কানে বাজে !
মধু মাসে প্রেমের মৌ ঘ্রানে কিশোরী মরে লাজে !
বুঝি, পুকুরে ঢিল ছোড়া জলের মতন কিশোরীমনের নাচন !
“আসসালামু আলাইকুম বিয়াইন সাব” কানে বাজে !
মধু মাসে প্রেমের মৌ ঘ্রানে কিশোরী মরে লাজে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন