প্রতিদিনই বৃষ্টি হয়-
এই অন্তরে 
হৃদয় গহীনে
লাল-নীল বৃষ্টি!

আনন্দ প্রেমের লাল রঙের বৃষ্টি ।
বেদনার বিরহের নীল রঙের বৃষ্টি ।

যখন তুমি থাকো কাছাকাছি
তখন যে বৃষ্টি হয়-
তার রঙ :
লাল গোলাপের সুরভী ছড়ানো লাল ।
লাল রক্তজবার মোহনীয় টানের লাল ।
লাল কৃষ্ণচুড়ার হৃদয় কাঁপানিয়া লাল ।
লাল শিমুলের পাখি আকর্ষনের লাল ।
ভালোবাসার লাল ।

আর যখন তুমি থাকো দূরে দূরে
তখন যে বৃষ্টি হয়-
তার রঙ :
নীল শুন্যতা ভরা আকাশের নীল ।
নীল অথৈ সমুদ্র জলে হাবুডুবু খাওয়া নীল ।
নীল চোখ যুগলের অশ্রুজলের নীল ।
নীল একাকী অপরাজিতার নীল ।
বিরহের নীল ।

এভাবেই চলছে-
বৃষ্টির জলমাখা সিক্ত এ জীবন 
তোমাকে নিয়ে- 
ভাবনার জগতে লাল-নীল বৃষ্টি সারাক্ষণ ।