কথা দিলাম মাগো তোমায়-
অনেক বড় হবো,
তোমার স্বপন পুরণ করে
সুখ-পাখি এনে দেবো ।
কষ্ট-দু:খ হবে বিলীন
দেখো তুমি মা,
হাসির বন্যা বইবে সেদিন
আর কান্না করোনা ।
এবার হাসো একটু তুমি
আমায় কোলে নিয়ে,
করো তুমি আমায় দোয়া
আলতো চুমো দিয়ে ।
অনেক বড় হবো,
তোমার স্বপন পুরণ করে
সুখ-পাখি এনে দেবো ।
কষ্ট-দু:খ হবে বিলীন
দেখো তুমি মা,
হাসির বন্যা বইবে সেদিন
আর কান্না করোনা ।
এবার হাসো একটু তুমি
আমায় কোলে নিয়ে,
করো তুমি আমায় দোয়া
আলতো চুমো দিয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন