আঁধার নেমে এলো পৃথিবীর বুকে - ভয় দেখাও?
আলোর জন্য ছুটতে জানি - বাইতে জানি নাও !
আলোর জন্য ছুটতে জানি - বাইতে জানি নাও !
কবি আমি, কবিতা যখন লিখতে বসেছি - জেনে নাও, হে হতাশব্যঞ্জক ভীরু বর্তমান,
ভালোবাসার ছন্দে, পৃথিবী গড়ার প্রত্যয় - রেখে যাব অন্তরে অন্তরে বহমান ।
মেনে নিয়েছি, কবি জীবন সংগ্রামের বন্ধুর পথ, কবি বেপরোয়া পথিক !
জেনে নিয়েছি, কবিতার খাতা যুদ্ধের ময়দান, কবিতারা সব সৈনিক !
ভয় কার, কাকে পাবো ভয় - সবাইতো মানব : হৃদয়টা হয়তো ভিন্নতায় ভরা!
কবির কাজ : মানব হৃদয়ে অবৈধ দখলদার দানবকে তাড়িয়ে সেখানে মানবের বাস নিশ্চিত করা ।
এই পৃথিবী সাজানোর জন্যই - জগতে হয়েছে পঙতিমালার অভ্যুদয়, শুরু ভালোবাসার বারতা !
"মানুষের জন্য মানুষের ভালোবাসার জাগরণ সৃষ্টি করা" - এটি নিশ্চিত কবির দায়বদ্ধতা ।
ভালোবাসার ছন্দে, পৃথিবী গড়ার প্রত্যয় - রেখে যাব অন্তরে অন্তরে বহমান ।
মেনে নিয়েছি, কবি জীবন সংগ্রামের বন্ধুর পথ, কবি বেপরোয়া পথিক !
জেনে নিয়েছি, কবিতার খাতা যুদ্ধের ময়দান, কবিতারা সব সৈনিক !
ভয় কার, কাকে পাবো ভয় - সবাইতো মানব : হৃদয়টা হয়তো ভিন্নতায় ভরা!
কবির কাজ : মানব হৃদয়ে অবৈধ দখলদার দানবকে তাড়িয়ে সেখানে মানবের বাস নিশ্চিত করা ।
এই পৃথিবী সাজানোর জন্যই - জগতে হয়েছে পঙতিমালার অভ্যুদয়, শুরু ভালোবাসার বারতা !
"মানুষের জন্য মানুষের ভালোবাসার জাগরণ সৃষ্টি করা" - এটি নিশ্চিত কবির দায়বদ্ধতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন