মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

রাখি বন্ধন

ভালোবেসে মনে প্রাণে,
তোমার হাতে দিলাম বেঁধে
চির বন্ধুতার রাখি ।
শুভ হোক পখচলা বন্ধু তোমার,
অশ্রুজলে কখনো যেন
না ভেজে ঐ দুই আঁখি ।।


বন্ধুতার আকাশে
পূর্ণিমার চাঁদে
কভু যেন লাগেনা গ্রহণ ।
শত দু:খ মাঝ
না আসে যেন সাঝ
বন্ধুতা থাকুক আজীবন ।


বন্ধুত্বের বন্ধনে
বিশ্বাস হারানো
কবিগুরু বলেছেন- "পাপ" ।
আস্থার মাঝে
হৃদয়ে হৃদয়ে
অমলিন থাকুক - বন্ধুতার ছাপ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন