মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

লাল টিপ

তোমার কপালের -
ঐ বেশাখী লাল টিপ
আমার প্রেমের সূর্যোদয় ।
এসো মিলি প্রাণে-প্রাণে
আজ দুটি হৃদয়
হোক চারু-কারুময় ।।


যেন বাকী জীবন চলার বাঁকে বাঁকে
এই মন তোমার কেবলই সেই ছবি আঁকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন