কতোটি কবিতা লেখা হলে-
বলো - জাগবে বিশ্ব মানবতা ?
কতোটি অস্বাভাবিক মৃত্যু হলে-
মিলবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ?
কতটুকু অধিকার বঞ্চিত হলে -
মানবাধিকারের বাণী তার পক্ষে কথা কবে ?
কোন সংজ্ঞায়, কোন নিয়মে-
সব মানুষ তার মানুষ পরিচয় ফিরে পাবে ?
বলো, বিশ্ব বিবেক বলো –
মানুষের সাথে মানুষের অধিকারের কেন ভেদাভেদ হলো ?
বলো, বিশ্ব বিবেক বলো –
অধিকারের অসমতার সমীকরণ কবে নিপাত যাবে বলো ?
জবাব তোমাকে দিতেই হবে –
কবে এই পৃথিবীতে সব মানুষ- মানুষ হবে ?
বলো - জাগবে বিশ্ব মানবতা ?
কতোটি অস্বাভাবিক মৃত্যু হলে-
মিলবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ?
কতটুকু অধিকার বঞ্চিত হলে -
মানবাধিকারের বাণী তার পক্ষে কথা কবে ?
কোন সংজ্ঞায়, কোন নিয়মে-
সব মানুষ তার মানুষ পরিচয় ফিরে পাবে ?
বলো, বিশ্ব বিবেক বলো –
মানুষের সাথে মানুষের অধিকারের কেন ভেদাভেদ হলো ?
বলো, বিশ্ব বিবেক বলো –
অধিকারের অসমতার সমীকরণ কবে নিপাত যাবে বলো ?
জবাব তোমাকে দিতেই হবে –
কবে এই পৃথিবীতে সব মানুষ- মানুষ হবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন