বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

চাল নিয়ে চালবাজি

চাল নিয়ে চালবাজি
করোনা গো বাবাজি !


কৃত্রিম সংকট সৃষ্টি করোনা
নিয়ে মানুষের মূখের আহার,
এমনভাবে করোনা তুমি-
নীতিহীন ব্যবসার প্রসার ।


সুযোগ পেয়ে অবৈধ ভাবে
যদি করো খাদ্য মজুদ,
হিসেব তোমায় দিতে হবে
পরকালে এর নিখুত !


মন্দের প্রতিদান মন্দ, ভালোর প্রতিদান ভালো-
এমনই বলেছেন আমার মহান রব,
আমি যতটুকু জানি, জানিয়ে দিলাম-
মানা, না মানা তোমার উপরই রইল তা সব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন