মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

জীবনতো এমনই হয়

তোমার ডান হাতটি বাড়াও -
ঐ হাতের চারটি আঙ্গুল
আমার ডান হাতটির পাঁচটি আঙ্গুল দিয়ে চেপে ধরবো
হাটু ভাজ করে সবুজ ঘাসে বসে
আর বাম হাতটি তোমার আমার মাথার উপর রাখো
চুলগুলো এলোমেলো করো
বাকা নয়নে তোমার নয়নে তাকাবো, তোমার হাতের পৃষ্ঠদেশে চুমু দেবো যখন
মনের আকাশে বিজলী চমকাবে তখন হঠাৎ, হঠাৎ ।


তারপর –
দুজনে বাহুবন্ধী হবো
হাটতে হাটতে নদীর পাড়ে যাবো
গল্প, কবিতা, গানে কাটিয়ে দেবো সময়
পড়ন্ত বিকেলকে গড়িয়ে নেবো সন্ধ্যায়
ফেরার কথা বলবে যখন
হৃদয়ে হবে শুরু তোলপাড়
তীর ভাঙা ঢেউ এর মত ছলাৎ, ছলাৎ ।


এরপর রাত্রি নামে –
একাকীত্বের, বিরহের, বিচ্ছিন্নতার !
মানব জীবনতো এমনই হয়
ক্ষণিকে সুখ, ক্ষনিকে বিষাদময় ।
সময়, প্রেম বা বিরহের মত
রঙিন স্বপ্নে হয় শুরু, মলিনতায় শেষ
পরের দিন সকালে –
ঝরে পড়া শিউলী ফুল, আকস্মাৎ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন