সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

হে শরৎ তুমি এসো

শুভ্র সকালে শিশির স্নাত স্নিগ্ধ প্রাতে-
সজীবতা বাড়াতে
হে শরৎ তুমি এসো-
আমার মনের মঞ্জিরে ।


মেঘ-সুর্যের আলো-ছায়া খেলায় সে বেলায়-
নানা রঙে ছাপাতে
হে শরৎ তুমি এসো
আমার মনের মন্দিরে ।


পড়ন্ত বিকেলে কাশ ফুলের পবনে দোল খাবার কালে-  
কোমল স্পর্শ দিতে
হে শরৎ তুমি এসো
আমার মনের গহনে।


গোধুলী রাঙা সন্ধ্যায় পাখির মত আপন কুঞ্জ খোজার আবেগে-
শান্তির নিবাস দিতে
হে শরৎ তুমি এসো
আমার মনের মুকুরে।


মায়াবী রাতে জোসনায় সাদা-মেঘ আর চাঁদের খুনসুটির অথবা আধারে প্রিয়ার মুখোমুখি বসার আনন্দ আয়োজনে
প্রেম-মমতা বাড়াতে
হে শরৎ তুমি এসো
আমার মনের মায়া কাননে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন