গাছে গাছে, নেঁচে নেঁচে
গায় দেশেরই গান ,
তার শিসে, তার সুরে,
জুড়িয়ে যায় প্রাণ ।
সাদা-কালো কতো ভালো
ভীষণ সুন্দর লাগে,
তারে দেখলে দেশের কথা
সবার মনে জাগে ।
শান্ত পাখি, গানের পাখি
সাহসেও ভরা বুক,
চালচলনে স্বাধীনচেতা
বাংলাদেশেই তার সুখ ।
এই পাখিটি দোয়েল পাখি
জাতীয় পাখি মোদের,
নিরুপোদ্রপতার প্রতীকও সে
প্রতীক স্বকীয়তা বোধের ।
গায় দেশেরই গান ,
তার শিসে, তার সুরে,
জুড়িয়ে যায় প্রাণ ।
সাদা-কালো কতো ভালো
ভীষণ সুন্দর লাগে,
তারে দেখলে দেশের কথা
সবার মনে জাগে ।
শান্ত পাখি, গানের পাখি
সাহসেও ভরা বুক,
চালচলনে স্বাধীনচেতা
বাংলাদেশেই তার সুখ ।
এই পাখিটি দোয়েল পাখি
জাতীয় পাখি মোদের,
নিরুপোদ্রপতার প্রতীকও সে
প্রতীক স্বকীয়তা বোধের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন