মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

একলা-দোকলা

একলা মনে উথাল পাথাল ছলাৎ ছলাৎ ঢেউ,
ভেসে যাব অথৈ প্রেমে- আসবে নাকি কেউ !


কেমনে জানি মনের কথা রাষ্ট্র হলো হায়-
হঠাৎ শুনি কুসুম বনে ডাকছে কে আমায় !


গোলাপ ফোটে, হাসে ঠোটে, মূখ ঘুরিয়ে কয় –
জানোনা তুমি, তোমার-আমার সাত-জনম পরিচয় !


হাতে বেধে রাখি, হলাম সখা-সখী, সঙ্গী হলো কেউ,
এখন, দোকলা মনে উথাল পাথাল ছলাৎ ছলাৎ ঢেউ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন